আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে চিকিৎসকসহ নতুন ৫ করোনা রোগী শনাক্ত

শরীয়তপুরে নতুন করে ১ চিকিৎসক সহ ৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৬৬ জনে। নতুন করে ৬ জন সহ মোট সুস্থ্য ১৪ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা ৩ জন।

নতুন করে আক্রান্ত চিকিৎসক ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। বাকীরা ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন এর ২ জন, নড়িয়া উপজেলার ১জন এবং ডামুড্যা উপজেলার ১জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৬৮৫ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ১৪৭৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।