
সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ শুক্রবার (১৫ই মে) শরীয়তপুর জেলায় আরো একজন নতুন করে নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে অদ্য বিকালে জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৬৭জন। যার মধ্যে সুস্থ হয়েছে ১৪জন এবং মারা গিয়েছে ২জন।
করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই একজন রোগী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের। তিনি একজন মহিলা। এদিকে জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে ঢাকা ফেরত একজন পুরুষ করোনার উপসর্গ নিয়ে আজ সকালে মারা গিয়েছে। তার নমুনা উপজেলা স্বাস্থ্য প্রশাসন সংগ্রহ করেছে।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আজ শরীয়তপুরে
আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই একজন রোগী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের। তিনি একজন মহিলা। ইতিমধ্যে অদ্য আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৬৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজকের রোগী নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬৭ জন।
উল্লেখ যে, নতুন এই আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ১২জন, জাজিরা উপজেলার ৯জন এবং ডামুড্যা উপজেলায় ২২জন এবং নড়িয়া উপজেলায় ১৩ জন এবং ভেদরগঞ্জ উপজেলার ৯জন এবং গোসাইরহাট উপজেলায় ২জন। ইতিমধ্যে শরীয়তপুরে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে একজন নড়িয়া উপজেলার এবং একজন ডামুড্যা উপজেলার। সুস্থ হয়েছেন মোট ১৪ জন।