আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রুদ্রকর ও বুড়িরহাটে কৃষকের পাকাধান কেটে দিল ছাত্রলীগ কর্মীরা

বিশ্ব মহামারীর এই ক্রান্তিলগ্নে করোনার ভয়াল গ্রাসে আক্রমনিত জাতির এই দুঃসময়ে প্রকৃতির ধারাবাহিকতায় মাঠে পেকে গেছে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উৎপাদনকৃত ধানঁ। কিন্তু ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটে ভুগছে কৃষকরা। কৃষকের ঘাম ঝাড়ানো একটি ধানঁ যাতে নষ্ট না হয়, সেই লক্ষ্যে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের বহু স্থানে কৃষকের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শরীয়তপুরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও শরীয়তপুর-১ সাংসদ ইকবাল হোসেন অপুর অনুপ্রেরণায়, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সার্বিক তত্বাবধানে এবং শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় কৃষকের পাকাধান কেটে ঘরে তুলে দিতে কলম রেখে কাচিঁ হাতে নিয়ে কৃষকের পাশে এসে দাড়িয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর
সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন রুদ্রকর ইউনিয়ন এবং বুড়িরহাট আঞ্চলিক শাখা ছাত্রলীগ। আজ শনিবার (১৬ই মে) ভোর হতে সকাল ৯টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে দুটি স্থানে ছাত্রলীগের উক্ত দুই ইউনিট কৃষকের পাকাধান কেটে দেয়।

রুদ্রকর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষক আব্দুস সোবহান সরদারের প্রায় ১৪শতাংশ জমির পাকাধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রুদ্রকর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি রুহুল-আমিন, যুগ্ম সাধারণ
সম্পাদক হেলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইয়াসিন মাহমুদ শান্ত, রায়হান ঢালী সদর উপজেলা ছাত্রলীগ, কাউসার ঢালী উপ প্রচার সম্পাদক আল-আমিন হোসেন সহ প্রমুখ।

অন্যদিকে বুড়িরহাট আঞ্চলিক শাখা ছাত্রলীগের উদ্যোগে বুড়িরহাটের দেওভোগ গ্রামে কৃষক লুৎফর মোল্লার ৪গন্ডা জমির পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন বুড়িরহাট আঞ্চলিক শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাওছিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বেপারী, রাতুল হাসান, সাংগঠনিক সম্পাদক সুজিত মন্ডল, রাব্বি মাদবর, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিয়াম মোড়ল, পাঠাগার সম্পাদনা প্রান্ত মন্ডল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক
জাকির হোসেন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক
সাকিবুল ঢালী, উপ প্রচার সম্পাদক সনেট মোল্লা,
উপ অর্থ বিষয়ক সম্পাদক সাওন মাদবর সহ প্রমুখ।