
সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ রোববার
(১৭ই মে) শরীয়তপুর জেলায় আরো চারজন নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং পূর্বে আক্রান্ত আটজন করোনা রোগী সুস্থ ঘোষনা করা হয়েছে বলে অদ্য দুপুরে জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৭১জন। যার মধ্যে সুস্থ হলো আজকের ৮জন সহকারে মোট ২২জন এবং মারা গিয়েছে ২জন।
করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৪জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ২জন ও ডোমসার ইউনিয়নের ১জন এবং ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ১জন। অদ্য শনাক্ত রোগীদের মধ্যে ডোমসার ইউনিয়নের রোগী একজন নারী পুলিশ সদস্য। তিনি সম্প্রতি গাজীপুর থেকে এসেছে আর রুদ্রকর ইউনিয়নের দুইজন পুরুষ তারা সম্প্রতি সময়ে ঢাকা থেকে এসেছে। সখিপুরে যে রোগী আক্রান্ত হয়েছে সে পূর্বে আক্রান রোগীর স্ত্রী।
আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো আটজন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ছয়জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ৫জন, সদর উপজেলার ১জন এবং ডামুড্যা উপজেলার ২ জন। গত ১২ই মে এদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিলো।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আজ শরীয়তপুরে একজন নারী পুলিশ সদস্য সহ আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং আটজন পুরাতন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৪জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ২জন ও ডোমসার ইউনিয়নের ১জন এবং ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ১জন। আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো আটজন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ছয়জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ৫জন, সদর উপজেলার ১জন এবং ডামুড্যা উপজেলার ২ জন। গত ১৪ই মে এদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিলো। ইতিমধ্যে অদ্য আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৮৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৬৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজকের রোগী নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭১ জন।
উল্লেখ যে, নতুন আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ১৫জন, জাজিরা উপজেলার ৯জন এবং ডামুড্যা উপজেলায় ২২জন এবং নড়িয়া উপজেলায় ১৩ জন এবং ভেদরগঞ্জ উপজেলার ০৯জন এবং গোসাইরহাট উপজেলায় ২জন। ইতিমধ্যে শরীয়তপুরে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে একজন নড়িয়া উপজেলার এবং একজন ডামুড্যা উপজেলার। সুস্থ হয়েছেন মোট ২২ জন।