আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ জন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে স্থানিয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষে ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে পুলিশ মোতায়ন করা হয়েছে।
জানাগেছে, সোমবার সকাল সারে ৯টায় স্থানীয় মোবারক মাদবর ও বাহাদুর মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় উভয় পক্ষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ককটেলের আঘাতে আহতরা হলেন মো. আলী মাদবর, বিল্লাল মাদবর, শাহজালাল মাদবর, আয়শা বেগম ও প্রতিপক্ষে জলিল মাদবর, শহিনুর মাদবর, নিজাম মাদবর, নাসির মাদবর, মোবারক মাদবর, জাহাঙ্গীর মাদবর, আরিফ মাদবর ও জাহানারা বেগম।
নড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকার পারিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।