আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে ইসলামী আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

শরীয়তপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে ৬০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে সংগঠনের জেলা কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে আর্থিক সহযোগীতা করেছে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

এসময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা শওকত আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা শাখার ছদর আলহাজ্ব হাফেজ কারামত আলী সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

মাওলানা শওকত আলী বলেন, করোনা দুর্যোগে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর আমাদের নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন স্থানে আমাদের দলীয় নেতাকর্মীরা সাধ্যমত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ৬০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম।