আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কৃষকের পাকাধান কেটে দিল সরকারি বি.কে নগর বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ

বিশ্ব মহামারীর এই ক্রান্তিলগ্নে করোনার ভয়াল গ্রাসে আক্রমনিত জাতির এই দুঃসময়ে প্রকৃতির ধারাবাহিকতায় মাঠে পেকে গেছে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উৎপাদনকৃত ধানঁ। কিন্তু ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটে ভুগছে কৃষকরা। কৃষকের ঘাম ঝাড়ানো একটি ধানঁ যাতে নষ্ট না হয়, সেই লক্ষ্যে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের বহু স্থানে কৃষকের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শরীয়তপুরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও শরীয়তপুর-১ সাংসদ ইকবাল হোসেন অপুর অনুপ্রেরণায় “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে
কৃষক পাকাধান কেটে ঘরে তুলে দিতে কলম রেখে কাচিঁ হাতে নিয়ে কৃষকের পাশে এসে দাড়িয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর জেলা শাখার আওতাধীন জাজিরা উপজেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত সরকারি বি. কে. নগর বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (১৯ই মে) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সরকারি বি কে নগর বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রনেতা সুমন মাদবর ও আরিফ বেপারীর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে জাজিরা উপজেলা বি কে নগর ইউনিয়নের সেকেন্দার শেখ নামক অসহায় কৃষকের ২ বিঘা জমির পাকাধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ
জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী, সাধারন সম্পাদক হৃদয় মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল মাদবর, ফারুকুল ইসলাম আকাশ, প্রান্ত মাদবর, দপ্তর সম্পাদক সজীব মাল, জাজিরা পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সিকদার, বি কে নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাইসার, সাধারণ সম্পাদক রাজিব মাদবর, বি কে নগর ইউনিয়নের ছাত্রনেতা সাকিল খান, সরকারি বি কে নগর বঙ্গবন্ধু কলেজের ছাত্রনেতা সুমন মাদবর, আরিফ বেপারী, জুয়েল মুন্সি, রাসেল বেপারী, শাহিন মাঝি, রায়হান সরদার, সাকিল মুন্সি, জাকির মোল্লা, শাওন ফকির, সাজিদ মুন্সি, আফজাল শিকদার, নূর আলম মল্লিক, সজিব মাদবর, মনির হাওলাদার, মামুন বেপারী সহ প্রমুখ।