আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় অসহায়দের অর্থ সহায়তা দিল ইশা ছাত্র আন্দোলন

শরীয়তপুরের নড়িয়ায় ইশাছাত্র আন্দোলনের পক্ষ হতে করোনা দূর্যোগে অসহায়দের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে ৬২টি অসহায় পরিবারের মাঝে ৫শ টাকা করে মোট ৩২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শওকত আলী, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি হুসাইন মো. ইলিয়াছ সহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ভোজেশ্বর ইউনিয়ন সভাপতি মো. তাজিন দেওয়ান বলেন, করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই নির্দেশ দিয়েছেন। তাই আমরা সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।