আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দের সাথে সাংসদ অপুর আলোচনা সভা

জাতির এই ক্রান্তিলগ্নে ইউনিয়ন ভিত্তিক অসহায় মানুষের খোঁজ খবর নিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর সদর উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে করোনার মহামারী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব ইকবাল হোসেন অপু এমপি। অদ্য শনিবার (২৩শে মে) বেলা ১১টার দিকে শরীয়তপুরস্ত ইকবাল হোসেন অপুর ব্যক্তিগত কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এড.জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মস্তফা, সহ-সভাপতি হারুন হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক জামাল হোসেন ফকির, আবদুল হক মুন্সী সহ শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন সকল ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ প্রমুখ।