
করোনা ভাইরাস মহামারি দুর্যোগ কালীন সময়ে অসহায় কর্মহীন পরিবারের মাঝে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
শনিবার (২৩ মে) বেলা ১২ টায় নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৫ জন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি এ কে এম এনামুল হক শামীম এমপি।
৯৫ ব্যাচের যাদের সহযোগিতায় তারা হলো শহিদুল ইসলাম সিকদার, আনোয়ার হোসেন মিল্টন, মোস্তফা সিকদার, মাসুদ রানা, মিঠু বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ সাইফুল ইসলাম, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন বেপারী , মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম সরদার, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, বি এম সিরাজ সহ নেতৃবৃন্দ।