আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সৌদির সাথে মিল রেখে শরীয়তপুরের ৩০গ্রামে ঈদ পালিত হচ্ছে আজ

সৌদি আরবের সাথে মিল রেখে শরীয়তপুর জেলার ৬টি উপজেলার ৩০টি গ্রামে ইদ উল ফিতর উৎযাপিত হয়েছে। হজরত সুরেশ্বরী (রঃ) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করে থাকে।

আজ রবিবার (২৪মে) সুরেশ্বর দরবার শরীফে ইদের জামায়াত অনুষ্টিত হয়। কিন্তু করোনা ভাইরাসের কারনে সিমিত আকারে সামাজিক দুরুত্ব বজায় রেখে ইদের নামাজ অনুষ্টিত হয়। এছাড়া জেলার বেশ কয়েকটি স্থানে ছোট পরিসরে জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঘরোয়াভাবে ঈদুল ফিতর উদযাপন করছে।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যে শনিবার (২৩ মে) শাওয়ার মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার ওইসব দেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
তাই তাদের সাথে মিল রেখে সুরেশ্বর দারবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরিফ শাহ্ সুরেশ্বরী (রঃ) এর অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করে।

হজরত সুরেশ্বরী (র.) এর অনুসারীরা জানান,
আজ থেকে ২০০বছর পূর্ব থেকে হযরত জান শরিফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর ভক্ত বৃন্দ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। বাংলা বর্ষপঞ্জি অনুসরণ করে ইদ উৎযাপন করা হয়ে থাকে। কারণ পৃথিবীতে তো চাঁদ একটাই আর সেটা যেখানেই উঠুক ইদ পালিত হবে।।।