আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে আরো ৪ করোনা রোগী শনাক্ত, মোট ৮৪

সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার
(২৫ই মে) শরীয়তপুর জেলায় আরো চারজন নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং পূর্বে আক্রান্ত একজন করোনা রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে বলে অদ্য সন্ধ্যার পরে জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৮৪জন। যার মধ্যে সুস্থ হলো আজকের ১জন সহকারে মোট ৩৩জন এবং মোট মারা গিয়েছে ৩জন।

করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৪জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার ৩জন। যার মধ্যে বিনোদপুর ইউনিয়নের ২জন ও সদর পৌরসভার মধ্যে ১জন এবং ভেদেরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের একজন । এদের মধ্যে ১জন মহিলা এবং ৩জন পুরুষ এরা ৪জনই
সম্প্রতি ঢাকা হতে এসেছে। আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো ১জন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ১জন রোগীর শরীয়তপুর জেলার সদর উপজেলা চিকন্দি ইউনিয়নের। গত ২১ই মে এদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিলো।

জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আজ শরীয়তপুরে আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ১জন পুরাতন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৪জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার ৩জন। যার মধ্যে বিনোদপুর ইউনিয়নের ২জন ও সদর পৌরসভার মধ্যে ১জন এবং ভেদেরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের একজন । এদের মধ্যে ১জন মহিলা এবং ৩জন পুরুষ এরা ৪জনই সম্প্রতি ঢাকা হতে এসেছে। আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো ১জন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ১জন রোগীর শরীয়তপুর জেলার সদর উপজেলা চিকন্দি ইউনিয়নের। গত ২১ই মে এদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিলো। ইতিমধ্যে অদ্য আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৩৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২১৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজকের রোগী নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৪ জন।

উল্লেখ যে, নতুন আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ২১জন, জাজিরা উপজেলার ১১জন এবং ডামুড্যা উপজেলায় ২২জন এবং নড়িয়া উপজেলায় ১৭ জন এবং ভেদরগঞ্জ উপজেলার ১১জন এবং গোসাইরহাট উপজেলায় ২জন। ইতিমধ্যে শরীয়তপুরে ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে দুইজন নড়িয়া উপজেলার এবং একজন ডামুড্যা উপজেলার। সুস্থ হয়েছেন মোট ৩৩ জন।