
সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার
(০২ই জুন) শরীয়তপুর জেলায় আরো ৯জন নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং পূর্বে আক্রান্ত ৫জন করোনা রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে বলে অদ্য বিকালে জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ১৩৬জন। যার মধ্যে সুস্থ হলো আজকের ৫জন সহকারে মোট ৬৩জন এবং মোট মারা গিয়েছে ৩জন।
অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৯জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার ৩জন। যারমধ্যে ২জন নার্স এবং রুদ্রকর ইউনিয়নের ১জন। জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার ১জন, জাজিরা ইউনিয়নের ১জন এবং ভেদেরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের ৪জন। আক্রান্ত রোগীদের মধ্যে কিছু স্থানীয় ভাবে সংক্রমণিত আর কিছু সম্প্রতি সময়ে ঢাকা থেকে এসেছে। আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো ৫জন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ৫জন রোগীর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ১জন, গোসাইরহাট উপজেলার ২্জন, ভেদেরগঞ্জ উপজেলার ১জন এবং ডামুড্যা উপজেলার ১জন। গত ২৯ই মে এদের নমুনা সংগ্রহ করে এ পাঠানো হয়েছিলো।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আজ শরীয়তপুরে আরো ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ৫জন পুরাতন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৯জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার ৩জন। যারমধ্যে ২জন নার্স এবং রুদ্রকর ইউনিয়নের ১জন। জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার ১জন, জাজিরা ইউনিয়নের ১জন এবং ভেদেরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের ৪জন। আক্রান্ত রোগীদের মধ্যে কিছু স্থানীয় ভাবে সংক্রমণিত আর কিছু সম্প্রতি সময়ে ঢাকা থেকে এসেছে। আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো ৫জন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ৫জন রোগীর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ১জন, গোসাইরহাট উপজেলার ২্জন, ভেদেরগঞ্জ উপজেলার ১জন এবং ডামুড্যা উপজেলার ১জন। গত ২৯ই মে এদের নমুনা সংগ্রহ করে এ পাঠানো হয়েছিলো। অদ্য আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৯০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৬৯৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজকের রোগী নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৩৬ জন।
উল্লেখ যে, নতুন আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৬ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ৪০জন, জাজিরা উপজেলার ২১জন এবং ডামুড্যা উপজেলায় ২৬জন এবং নড়িয়া উপজেলায় ২০ জন এবং ভেদরগঞ্জ উপজেলার ১৮জন এবং গোসাইরহাট উপজেলায় ১১জন। ইতিমধ্যে শরীয়তপুরে ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে দুইজন নড়িয়া উপজেলার এবং একজন ডামুড্যা উপজেলার। সুস্থ হয়েছেন মোট ৬৩ জন।