আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে করোনায় আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে।আক্রান্ত শিক্ষার্থী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা।

আক্রান্ত শিক্ষার্থী হোসাইন আহমদ জুবায়ের জানায়,ঈদের দিন দুপুর থেকে কিছুটা জ্বরে ভুগছিলেন, দুইদিন জ্বর ও ঠান্ডা ভোগার পর শারীরিক অসুস্থতা থেকে মুক্ত হয়।তারপরও তিনি ২৯শে মে হাসপাতালে নমুনা দেন,গতকাল ৩রা জুন তার রিপোর্টে পজিটিভ এসেছে।আক্রান্ত জুবায়ের আরো জানান, এখনো পর্যন্ত জ্বর,ঠান্ডা অথবা গলা ব্যথা যেকোনো উপসর্গ তার মধ্যে নেই।

জুবায়েরর বাড়ির অন্যান্য সবাই সুস্থ অাছেন জানিয়ে এবং সকলের কাছে দোয়া চেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।