আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়া-সখিপুরের বিভিন্ন মসজিদে প্রয়াত হাচান আলী রাড়ির জন্য দোয়া

শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত হাজী হাচান আলী রাঢ়ীর আত্মার মাগফেরাত কামনায় নড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীমের নির্দেশে আজ শুক্রবার (৫ জুন) নড়িয়া ও সখিপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে বাদ জুম্মা এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এক শোকাভিভুত স্মৃতিচারণে পা‌নিসম্পদ উপমন্ত্রী শামীম জানান, আওয়ামী লীগের আদর্শ, ত্যাগের আদর্শ, জনকল্যাণের আদর্শ হাচান আলী রাঢ়ীর মাঝে এই ত্যাগি চেতনা ছিল। তাঁর বিয়োগে শরীয়তপুরে আওয়ামী লীিয়াগ একজন প্রকৃত জনবান্ধব কর্মী হারিয়েছে। এমন নির্লোভ, কর্মঠ কর্মী শুধু আওয়ামী লীগ আদর্শচর্চা করেই হওয়া যায়। হাচান আলী রাঢ়ীর মত এমন ত্যাগী নেতা-কর্মীরাই দলের দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে বারবার ঝাপিয়ে পড়েছে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে। আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।

উল্লেখ্য, হাজী হাচান আলী রাঢ়ী গত ২জুন মঙ্গলবার নড়িয়াতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আট সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।