
সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ শুক্রবার
(০৫ই জুন) শরীয়তপুর জেলায় আরো ৫জন নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং পূর্বে আক্রান্ত ৮জন করোনা রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে বলে অদ্য রাতে জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে একজন ইতিমধ্যে মারা গিয়েছে। তিনি গত ৩ই জুন করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ তার নমুনার রিপোর্ট এসেছে তাতে উক্ত ব্যাক্তির কোভিট-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ১৬০জন। যার মধ্যে সুস্থ হলো আজকের ৮জন সহকারে মোট ৭৬জন এবং মোট মারা গিয়েছে ৪জন।
অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৫জন রোগীর মধ্যে সকলেই শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার। যারমধ্যে সেনেরচর ইউনিয়নের ৩জন, জাজিরা পৌরসভার ১ এবং মুলনা ইউনিয়নের ১জন। মূলনা ইউনিয়নের রোগীই মারা গিয়েছে। আক্রান্ত রোগীরা সকলেই স্থানীয় ভাবে সংক্রমণিত। আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো ৮জন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ৫জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ৪জন এবং নড়িয়া উপজেলার ৪জন। গত ০২রা এদের নমুনা সংগ্রহ করে এ পাঠানো হয়েছিলো।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আজ শরীয়তপুরে আরো ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে একজন ইতিমধ্যে মারা গিয়েছে। তিনি গত ৩ই জুন করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ তার নমুনার রিপোর্ট এসেছে তাতে উক্ত ব্যাক্তির কোভিট-১৯ পজিটিভ পাওয়া গেছে। এছাড়াও আজ ৮জন পুরাতন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ৫জন রোগীর মধ্যে সকলেই শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার। যারমধ্যে সেনেরচর ইউনিয়নের ৩জন, জাজিরা পৌরসভার ১ এবং মুলনা ইউনিয়নের ১জন। মূলনা ইউনিয়নের রোগীই মারা গিয়েছে। আক্রান্ত রোগীরা সকলেই স্থানীয় ভাবে সংক্রমণিত। আজ জেলায় নতুন করে পূর্বে করোনা আক্রান্ত আরো ৮জন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। এই ৫জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ৪জন এবং নড়িয়া উপজেলার ৪জন। গত ০২রা এদের নমুনা সংগ্রহ করে এ পাঠানো হয়েছিলো। অদ্য আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৯১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজকের রোগী নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৬০ জন।
উল্লেখ যে, নতুন আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬০ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ৪৫জন, জাজিরা উপজেলার ৩২জন এবং ডামুড্যা উপজেলায় ২৭জন এবং নড়িয়া উপজেলায় ২১ জন এবং ভেদরগঞ্জ উপজেলার ২১জন এবং গোসাইরহাট উপজেলায় ১৪জন। ইতিমধ্যে শরীয়তপুরে ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে ২জন নড়িয়া উপজেলার, ১জন ডামুড্যা উপজেলার এবং জাজিরা উপজেলার ১জন সুস্থ হয়েছেন মোট ৭৬ জন।