
গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ১৯৮ জন। নতুন করে। জেলায় কাউকে সুস্থ্য কিংবা মৃত ঘোষনা করা হয়নি। ফলে মোট সুস্থ্য ১০৯ জন, মৃতের সংখ্যা ৪ জন।
বুধবার (১০ই জুন) বিকেল সাড়ে ৪ টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জেলায় নতুন ১৫ জন রোগীর মধ্যে নড়িয়া পৌরসভায় ৫ জন, মোক্তারের চর ইউনিয়নে ১জন ও কেদারপুর ইউনিয়নে ১ জন, শরীয়তপুর পৌরসভার ৬ জন ও ভেদরগঞ্জ পৌরসভায় ২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, এ পর্যন্ত জেলায় ৩৫৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যারমধ্যে ৩২৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।