আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে নতুন করে ১৫ করোনা রোগী শনাক্ত

গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ১৯৮ জন। নতুন করে। জেলায় কাউকে সুস্থ্য কিংবা মৃত ঘোষনা করা হয়নি। ফলে মোট সুস্থ্য ১০৯ জন, মৃতের সংখ্যা ৪ জন।

বুধবার (১০ই জুন) বিকেল সাড়ে ৪ টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জেলায় নতুন ১৫ জন রোগীর মধ্যে নড়িয়া পৌরসভায় ৫ জন, মোক্তারের চর ইউনিয়নে ১জন ও কেদারপুর ইউনিয়নে ১ জন, শরীয়তপুর পৌরসভার ৬ জন ও ভেদরগঞ্জ পৌরসভায় ২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, এ পর্যন্ত জেলায় ৩৫৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যারমধ্যে ৩২৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।