
সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার
(১০ই জুন) শরীয়তপুর জেলায় ২জন পুলিশ সহ আরো ১৫জন নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে অদ্য বিকালে জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ১৯৮জন। যার মধ্যে সুস্থ হয়েছে মোট ১০৯জন এবং মোট মারা গিয়েছে ৪জন।
অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ১৫জন রোগী মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলা সদর পৌরসভার মধ্যে ৬জন। যারমধ্যে দুইজন পুলিশ সদস্য। নড়িয়া উপজেলার ৭জন। যার মধ্যে নড়িয়া পৌরসভার ৫জন, কেদারপুর ইউনিয়নের ১জন, মোক্তারেরচর ইউনিয়নের ১জন। ভেদরগঞ্জ উপজেলায় ভেদেরগঞ্জ পৌরসভার ২জন। গত ৬ই জুন এদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছিলো। এরা সকলেই স্থানীয় ভাবে সংক্রমণিত হয়েছে।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আজ শরীয়তপুরে আরো ১৫জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন এই ১৫জন রোগী মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলা সদর পৌরসভার মধ্যে ৬জন এবং নড়িয়া উপজেলার ৭জন। যার মধ্যে নড়িয়া পৌরসভার ৫জন, কেদারপুর ইউনিয়নের ১জন, মোক্তারেরচর ইউনিয়নের ১জন। ভেদরগঞ্জ উপজেলায় ভেদেরগঞ্জ পৌরসভার ২জন।
গত ৬ই জুন এদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছিলো। এরা সকলেই স্থানীয় ভাবে সংক্রমণিত হয়েছে। অদ্য আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৫৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যারমধ্যে ৩২৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজকের রোগী নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৯৮ জন।
উল্লেখ যে, নতুন আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৮ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ৫৯জন, জাজিরা উপজেলার ৩৫জন, ডামুড্যা উপজেলায় ২৮জন, নড়িয়া উপজেলায় ৩১ জন এবং ভেদরগঞ্জ উপজেলার ৩০ জন এবং গোসাইরহাট উপজেলায় ১৫জন। ইতিমধ্যে শরীয়তপুরে ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে দুইজন নড়িয়া উপজেলার, একজন ডামুড্যা উপজেলার এবং ১জন জাজিরা উপজেলার। সুস্থ হয়েছেন মোট ১০৯ জন।