
শরীয়তপুরে ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী ২০৪ জন।নতুন আক্রান্ত ব্যাক্তিরা হলেন,নড়িয়া পৌরসভায় ২ জন,ভোজেশ্বর ইউনিয়নে ১ জন,চরআত্রা ইউনিয়নে ১ জন,ফতেজঙ্গপুর ইউনিয়নে ১ জন,গোসাইরহাটের নাগেরপাড়ায় ১ জন সহ মোট ৬ জন।এ ছাড়াও শরীয়তপুর সদর হাসপাতালে মারা যাওয়া (বরিশাল মুলাদী উপজেলার এক ব্যক্তি করোনা পজেটিভ) এবং এদিকে জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৩৭৫৬ টি,নমুনা পরীক্ষার ফলাফল হাতে এসেছে ৩৩৬৩ জনের।এবং সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সন্দেহভাজন রয়েছে ১ জন।এদিকে এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১০৯ জন।বিষয়গুলো নিশ্চিত করেছেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)ও ফোকাল পার্সন,জেলা করোনা কন্ট্রোল রুম,ডাঃ মোঃ আবদুর রশিদ।