আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জেলা আ.লীগের কার্যালয়ের ঊর্ধ্বমুখীকরন কাজের শুভ উদ্বোধন করেন সাংসদ অপু

বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা শাখার কার্যালয় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা ঊর্ধ্বমুখীকরনের কাজের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর এমপি।
শনিবার (১৩ই জুন) দুপুর আনুমানিক ১টার দিকে সাংসদ ইকবাল হোসেন অপু জেলার প্রানকেন্দ্র পালং মধ্য বাজারে অবস্থিত শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যালয় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা ঊর্ধ্বমুখীকরনের কাজের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী, সদস্য ফারুক তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমীর হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, ছাত্রলীগ আসাদুজ্জামান শাওন, খন্দকার গোলাম কাইয়ুম সোহেল সহ আরো অনেক।