আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপু‌রে সড়ক দূর্ঘটনায় পু‌লিশ সদ‌স্যের মর্মা‌ন্তিক মৃত্যু

শরীয়তপুরে সড়ক দূর্ঘটনায় র‌নি আহ‌ম্মেদ (২৭) না‌মে এক পু‌লিশ সদ‌স্যের মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (১৭ জুন) বিকা‌লে শরীয়তপুর পৌরসভার ফায়ার সা‌র্ভি‌সের সাম‌নে মটরসাই‌কেল ও ট্রাক সংঘ‌র্ষে তার মৃত্যু হয়। নিহত র‌নি নারায়নগঞ্জ জেলার বা‌সিন্দা ও শরীয়তপুর পু‌লিশ লাই‌ন্সে কর্মরত।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আসলাম উ‌দ্দিন বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন