
নড়িয়ার চরআত্রায় গাছ মাধ্যমে নিজের জন্মদিন উদযাপন করেছে ছাত্রলীগ কর্মী ও নড়িয়া সরকারী কলেজের ডিগ্রীর শিক্ষার্থী সোহেল আরমান। শুক্রবার বিকেলে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের নিয়ে চরআত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ ও আশে পাশের বিভিন্ন জায়গায় ৫০টি গাছ লাগান আরমান।
এ প্রসঙ্গে আরমান বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের অনুপ্রেরনায় আমরা প্রতিনিয়ত অনুপ্রানিত হয়। আমাদের নেতা সব সময় আমাদের দেশ ও জনগনের জন্য কাজ করার নির্দেশনা দেন। তাই জন্মদিনে পার্টি কিংবা অনুষ্ঠান না করে ছাত্রলীগ কর্মীদের নিয়ে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন করলাম। সবাই দোয়া করবেন এভাবেই যেন কাজ করে যেতে পারি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান, উজ্জ্বল, লুৎফর রহমান, আকাশ, ওয়াজীদ হাসান, সজিব খান, শামিম ও কাউসার।