আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে আরো ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত, নতুন সুস্থ ১২

সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার (২১শে জুন) শরীয়তপুর জেলায় আরো ০৪জন নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং পূর্বে আক্রান্ত ১২জন করোনা রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে বলে অদ্য রাতে জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৩৮২ জন। যার মধ্যে সুস্থ হলো আজকের ১২জন সহকারে মোট ১৬৪জন এবং মোট মারা গিয়েছে ৫জন।

অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন ০৪জন রোগীর মধ্যে ০৪জনই শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার। যারমধ্যে পৌরসভার ০৩জন এবং সখিপুর থানার ০১জন। আক্রান্ত রোগীরা সকলেই স্থানীয় ভাবে সংক্রমণিত। আজ জেলায় আরো ১২জন পূর্বে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। যারমধ্যে জাজিরা উপজেলা ০৩, ভেদেরগঞ্জ উপজেলার ০৮ ও ডামুড্যা উপজেলার ০১জন। গত ১৭ই জুন এদের নমুনা সংগ্রহ করে এ পাঠানো হয়েছিলো।

জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আজ শরীয়তপুরে আরো ০৪জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং আজ ১২জন পুরাতন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন ০৪জন রোগীর মধ্যে ০৪জনই শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার। যারমধ্যে পৌরসভার ০৩জন এবং সখিপুর থানার ০১জন। আক্রান্ত রোগীরা সকলেই স্থানীয় ভাবে সংক্রমণিত। আজ জেলায় আরো ১২জন পূর্বে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। যারমধ্যে জাজিরা উপজেলা ০৩, ভেদেরগঞ্জ উপজেলার ০৮ ও ডামুড্যা উপজেলার ০১জন। গত ১৭ই জুন এদের নমুনা সংগ্রহ করে এ পাঠানো হয়েছিলো। অদ্য আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৪৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যারমধ্যে ৪২৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজকের রোগী নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৮২জন।

উল্লেখ যে, নতুন আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮২ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ১০৪জন, জাজিরা উপজেলার ৬৩জন, নড়িয়া উপজেলায় ৬৬ জন, ভেদরগঞ্জ উপজেলার ৬৪জন, ডামুড্যা উপজেলায় ৩৭জন এবং এবং গোসাইরহাট উপজেলায় ৪৮জন। ইতিমধ্যে শরীয়তপুরে ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে ২জন নড়িয়া উপজেলার, ১জন ডামুড্যা উপজেলার, জাজিরা উপজেলার ১জন এবং ভেদেরগঞ্জ উপজেলার ১জন। সুস্থ হয়েছেন মোট ১৬৪জন।