আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে আরো ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার (০৪ঠা জুলাই) শরীয়তপুর জেলায় আরো ৩২জন নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং পূর্বে আক্রান্ত ১৩জন করোনা রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে বলে অদ্য সন্ধ্যায় জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৬৬৮ জন। যার মধ্যে সুস্থ হলো আজকের ১৩জন সহকারে মোট ৩৫০জন এবং মোট মারা গিয়েছে ৬জন।

অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন ৩২জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার ০৮জন, জাজিরা উপজেলার ০৮জন, নড়িয়া উপজেলার ০৫জন, ভেদেরগঞ্জ উপজেলার ০২জন, ডামুড্যা উপজেলার ০৭জন, গোসাইরহাট উপজেলা ০২জন। আজ জেলায় আরো ১৩জন পূর্বে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। যারমধ্যে জাজিরা উপজেলার ০২, ভেদেরগঞ্জ উপজেলার ০১জন, গোসাইরহাটে উপজেলায় ০৭জন এবং ডামুড্যা উপজেলার ০৩জন।

জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন জানান আজ শরীয়তপুরে আরো ৩২জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং আজ ১৩জন পুরাতন রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। অদ্য করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় নতুন ৩২জন রোগীর মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলার ০৮জন, জাজিরা উপজেলার ০৮জন, নড়িয়া উপজেলার ০৫জন, ভেদেরগঞ্জ উপজেলার ০২জন, ডামুড্যা উপজেলার ০৭জন, গোসাইরহাট উপজেলা ০২জন। আজ জেলায় আরো ১৩জন পূর্বে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষনা করা হয়েছে। যারমধ্যে জাজিরা উপজেলার ০২, ভেদেরগঞ্জ উপজেলার ০১জন, গোসাইরহাটে উপজেলায় ০৭জন এবং ডামুড্যা উপজেলার ০৩জন।

উল্লেখ যে, নতুন আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬৮জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ২১৮জন, জাজিরা উপজেলার ৮৭জন, নড়িয়া উপজেলায় ১০৮জন, ভেদরগঞ্জ উপজেলার ৯৭জন, ডামুড্যা উপজেলায় ৬৩জন এবং এবং গোসাইরহাট উপজেলায় ৯৫জন। ইতিমধ্যে শরীয়তপুরে ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে ৩জন নড়িয়া উপজেলার, ১জন ডামুড্যা উপজেলার, জাজিরা উপজেলার ১জন এবং ভেদেরগঞ্জ উপজেলার ১জন। সুস্থ হয়েছেন মোট ৩৫০জন।