আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ার ঘড়িষার ইউনিয়ন যুবলীগের বৃক্ষরোপন কর্মসুচি পালন

মুজিববর্ষের আহবান ৩টি করে গাছ লাগান প্রতিপাদ্যে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দেশে নড়িয়া উপজেলায় ঘড়িষার ইউনিয়ন যুবলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে নড়িয়ার উপজেলার ঘড়িষার ইউনিয়নের রাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও আশপাশে প্রায় শতাধিক বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেন নড়িয়া উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার।

ঘড়িষার ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম রাসেল মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক উজ্জল মীর মালত।

ঘড়িষার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়নাল মোল্লার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ঘড়িষার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমাম দেওয়ান, ফারুক ঢালী, বিল্লাল ফকির, যুগ্ম-সাধারন সম্পাদক সোহাগ মৃধা, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝী, প্রচার সম্পাদক সুমন মাঝী, হেলাল মোল্লা ও আপেল মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

যুবলীগের নেতৃবৃন্দ বলেন,পানি সম্পদ উপমন্ত্রী নড়িয়া-সখীপুরের মাটি ও মানুষের নেতা এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দেশে ও তার সার্বিক সহযোগিতায় আমরা নড়িয়া উপজেলা যুবলীগ উপজেলা ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করেছি। তারই আমরা আজ ঘড়িষার ইউনিয়নের রাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার আশপাশে বৃক্ষরোপন করেছি। আমরা নড়িয়া উপজেলার সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করবো।

উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ৪ জুলাই পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি নড়িয়া উপজেলা ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।