
শরীয়তপুরে সরকারী নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী সেবা তদারকি ও শরীয়তপুর টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে স্পীড মিটার ব্যাবহারের মাধ্যমে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রনে কাজ করছে জেলা পুলিশ। গত বৃহস্পতিবার ০৯ জুলাই শরীয়তপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের সরকারী নির্দেশনা মোতাবেক, যাত্রীসেবায় পরিবহন মালিক সমিতির কার্যক্রম তদারকি ও শরীয়তপুর টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে স্পীড মিটার ব্যাবহারের মাধ্যমে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রনে কাজ করছে শরীয়তপুর জেলা পুলিশের একটি দল। এ সময় তারা বাসের যাত্রীদের সাথে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্যও নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান। শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জান বলেন, করোনা দূর্যোগের শুরু থেকে শরীয়তপুর জেলা পুলিশ দূর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম থেকে ত্রান বিতরণ করোনায মৃতব্যক্তির জানাজা দাফন সকল স্থানে কাজ করেছে।আপন জনরা পালিয়ে গেলেও পুলিশ মৃত্যুর ঝুঁকি নিয়ে পাশে থেকেছে। আমরা মনে করি সেবা পুলিশের ধর্ম,পুলিশ জনগনের বন্ধু।