
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ঔষধ ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৮,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যসমূহ প্রতিরোধকল্পে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজ রোববার (১২ জুলাই ২০২০) সকাল সারে ১১ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান, খাদ্যপন্যের দোকান ও ঔষধের দোকান পরিদর্শন করা হয়। অভিযানে বিক্রির উদ্যেশে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল সংরক্ষণ করায় ডামুড্যা বাজারের ৩ টি ঔষধের দোকানকে মোট ৮,০০০/- টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে মেসার্স বিথী মেডিকেল হলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ২,০০০/- টাকা, মেসার্স দুলাল মেডিকেল হলকে উক্ত আইনের ৫১ ধারায় ৩,০০০/- টাকা এবং মেসার্স ডামুড্যা ফার্মেসিকে একই আইনের ৫১ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। তদারকিমূলক এই অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি জনাব বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম।