আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে ভেজাল ও নকল মবিল বিক্রির দায়ে বিক্রেতাকে ১০,০০০/- টাকা জরিমানা

শরীয়তপুরে ভেজাল মবিল বিক্রির দায়ে বিক্রেতাকে ১০,০০০/- টাকা জরিমানা করছেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়। দীর্ঘদিন যাবত ভেজাল ও নকল মবিল বিক্রি করছেন শরীয়তপুর জেলার মনোহর বাজারের মেসার্স মা টুলস এন্ড অয়েল সেন্টার, এমন গোপন তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে আজ বৃহস্পতিবার (১৬ই জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অনুসন্ধান করে দেখা যায় দোকানে প্রদর্শিত মবিল কৌটার মধ্যে অনেকগুলোর ছিপি খোলা ও প্রোটেক্টিভ ফয়েলে ছিদ্র রয়েছে। তাছাড়া মুছে ফেলা হয়েছে কৌটার গায়ে সিল মারা তথ্য। এমনকি এসব পন্যের উপযুক্ত ক্রয় রশিদও দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় জ্ঞ্যাতসারে ভেজাল পন্য বিক্রয়ের অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী ১০,০০০/- টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

আজকের অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব, শরীয়তপুর সভাপতি বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম।