আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে প্রধানমন্ত্রী কতৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করেছেন সাংসদ ইকবাল হোসেন অপু

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সুপারিশ ও চাহিদার পরিপেক্ষিতে মঞ্জুরীকৃত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অনুকূলে ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের নিমিত্তে অনুদানের জন্য প্রাপ্ত চেক বিতরণ করেছেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি। আজ শনিবার (১৮ই জুলাই) বিকাল সারে ৪ ঘটিকায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উক্ত চেক বিতরণ করা হয়েছে। এ সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক মঞ্জুরীকৃত নন এমপিও ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অনুকূলে ৮৫ জনের মধ্যে তিন লক্ষ পচাত্তর হাজার টাকা এবং ১০ টি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের নিমিত্তে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপ‌তি অ‌্যাড‌ভো‌কেট জাহাঙ্গীর হো‌সেন, জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মো. নুহুন মাদবর, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হো‌সেন ফ‌কির, কেন্দ্রীয় ছাত্রলী‌গের সহ সভাপ‌তি ফাহাদ হো‌সেন তপু, জেলা ছাত্রলী‌গের যুগ্ম আহবায়ক রা‌শেদুজ্জামান রা‌শেদ, ছাত্রনেতা আসাদুজ্জামান শাওন সহ প্রমুখ।