
শরীয়তপুরে জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস দপ্তর সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে আজ মঙ্গলবার (২১ জুলাই দুপুর ১২:০০ টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ পুকুরে জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, অনল কুমার দে, সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, আবদুর রউফ, জেলা মৎস কর্মকর্তা, শরীয়তপুর, মাহাবুব রহমান শেখ, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর, শরীয়তপুর, মোঃ আসলাম উদ্দিন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।