
“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশও চলমান ভয়াল মহামারী করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে
করোনা ভাইরাস সংক্রমণরোধে হোম কোয়ারান্টাইনে থাকা শরীয়তপুর জেলায় নড়িয়া উপজেলার ভূমখারা ইউনিয়নের চাকধ উচ্চ বিদ্যালয়ের অপেক্ষাকৃত অসহায় ও দরিদ্র বর্তমান শিক্ষার্থীদের পাশে এসে দাড়িয়েছে চাকধ উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের শিক্ষার্থীরা। উক্ত বিদ্যালয়ের ২০০৬ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে পড়ুয়া অপেক্ষাকৃত অসহায় ও দরিদ্র বর্তমানে পড়ুয়া ১২০জন শিক্ষার্থীদের মাঝে ১হাজার করে নগত অর্থ প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০শে জুলাই) সকাল ৯ ঘটিকায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভূমখারা ইউনিয়নের চাকধ উচ্চ বিদ্যালয়ে উক্ত নগত অর্থ বিতরণ করা হয়েছে। এসময় চাকধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল মৃধা, চাকধ বাজার কমিটির সাধারণ সম্পাদক অলোক মুখার্জী, ২০০৬ সালের ব্যাচের অমিত চক্রবর্তী, জাহিদ, স্বপন, জসিম, ইব্রাহিম, স্কুল কমিটির লোকজন সহ স্থানীয় গর্নমান্য ব্যাক্তিবর্গ সহ প্রমুখ।
এ সময় চাকধ উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের ব্যাচের অমিত চক্রবর্তী বলেন সমগ্র বিশ্বে করোনা ভাইরাসের আক্রমণ চলমান তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অবস্থাও ভালো নয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সংক্রমণরোধে হোম কোয়ারান্টাইনে থাকা চাকধ উচ্চ বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করার উদ্দেশ্য আমরা উক্ত বিদ্যালয়ের ২০০৬ সালের ব্যাচের শিক্ষার্থীরা এগিয়ে এসেছি। আজ আমরা ১২০জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ১হাজার টাকা করে নগত অর্থ বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।