
শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন অপু কয়েক দিন যাবত টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে শরীয়তপুরস্ত নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুসারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সাংসদ ইকবাল হোসেন অপুর অতিদ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনায় ছাত্রলীগের নিবেদিত কর্মী, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য, সাংসদ ইকবাল হোসেন অপুর অত্যন্ত স্নেহধন্য সাংবাদিক রুপক চক্রবর্তীর উদ্যোগে পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই আগষ্ট) সন্ধ্যায় ধানুকা শ্যাম সুন্দর জিউ মন্দিরে সামাজিক দুরত্ব বজায় রেখে সাংসদ ইকবাল হোসেন অপুর সুস্থতা কামনায় উক্ত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় রুপক চক্রবর্তী সহ আরো উপস্থিত ছিলেন জেলার সুনামধন্য হিন্দুধর্মীয় বক্তা শ্রী শিবুনাথ গোস্বামী, অরুন কুমার সাহা, বিশ্বজিৎ সাহা সহ ধানুকা, হুগলী গ্রামের বেশ কয়েকজন ব্যাক্তিবর্গ। উপস্থিত সকলে পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট দুহাত তুলে সাংসদ ইকবাল হোসেন অপুর অতিদ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনায় প্রার্থনা করেন।
রুপক চক্রবর্তী বলেন, আমাদের প্রিয় নেতা, শরীয়তপুরের মাটি ও মানুষের প্রানের মানুষ, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বারবার নির্বাচিত অন্যতম সদস্য জননেতা জনাব ইকবাল হোসেন অপু ভাই বেশ কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। কয়েক দিন আগে তার টাইফয়েড ধরা পড়েছে। আমাদের প্রিয় নেতার অতিদ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনায় আজ পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার আয়োজন করেছি। ইকবাল হোসেন অপু ভাই একজন কর্মীবান্ধব নেতা। বাংলাদেশকে উন্নয়ন করার জন্য জননেত্রী শেখ হাসিনার যে ভিশন সে ভিশন বাস্তবায়ন করার জন্য আমাদের অপু ভাই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।