আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় শোক দিবসে কাজী আতাউর রহমানের ত্রান বিতরন

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের খরকড়া কাজী বাড়ির কৃতি সন্তান আতাউর কাজীর অর্থায়নে অসহায় মানুষের মাঝে ত্রান ও খাদ্য বিতরন করা হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় ফতেজঙ্গপুর খরকড়া তার নিজ বাড়িতে ১২ শত পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও খাবার বিতরন করা হয়। ত্রান ও খাবার বিতরনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, জপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম হাওলাদার, সাধারন সম্পাদক রাজ্জাক মাদবর। কাজী আতাউর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতেজঙ্গপুর ইউনিয়নের করোনা দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১২ শত পরিবারে মাঝে চাউল ও খাবার বিতরন করি। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।