আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কীর্তিনাশা থিয়েটারের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কীর্তিনাশা থিয়েটারের পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৮ টায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের সাবেক সমন্বয়কারী ও কীর্তিনাশা থিয়েটারের পরিচালক আহমেদ জুলহাস, কীর্তিনাশা থিয়েটারের সভাপতি ডি এম বরকত আলী মুরাদ, সেকান্দার আলম রিন্টু, মোবারক হেসেন মুকুল, উজ্জল বন্দুকছি, মাহমুদুর রহমান হারিস, মোতালেব হোসেন বেপারী, শাহীন খান, পিংকু ঘোষ প্রমুখ।