
মহিষার ইউনিয়নের পর পর ২ বার নির্বাচিত চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম সিকদার আর নেই।
আজ ১৫ আগস্ট রাত ৮টার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
মুজিব আর্দশের সৈনিক ও জাতীয় বীর সাবেক মন্ত্রী আলহাজ্ব আবদুর রাজ্জাক এর আত্মীয় হজি নুরুল ইসলাম বেশ কয়েক দিন যাবৎ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না-লিল্লাহি —- রাজিউন)।
মৃত্যু কালে ৫ পুত্র নাতী নাতনী আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম সিকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবরদুর রহমান খোকা সিকদার,সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদার, সাবেক চেয়ারম্যন আলহাজ্ব আমির হোসেন সরদার।