
শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট বাবু মুন্সী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নড়িয়ার আচূড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু মুন্সী স্থানীয় একটি বেকারিতে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্র জানা যায় ভোজেশ্বর ইউনিয়নের আচূড়া গ্রামের সিরাজুল ইসলাম মুন্সীর ছেলে বাবু মুন্সী শুক্রবার রাতে বিলে নৌকায় করে মাছ ধরছিলেন। রাত পৌনে ১২টার দিকে একই গ্রামের আবু কালাম ঢালীকে নৌকা দিয়ে বাড়িতে পৌঁছে দেয় বাবু মুন্সী। কিন্তু নিজে ফেরার পথে বিদ্যুতের তারের সঙ্গে লেগে থাকা ভেজা বাঁশে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।