
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন কর্মীরা।
সোমবার (৫ অক্টোবর) বাদ আছর পালং উত্তর বাজার মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাষ্টার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা শওকত আলী।
বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আহসান হাবীব, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হযরত আলী, ছাত্রনেতা হুসাইন মো. ইলিয়াছ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বার বার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক, নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধু নির্যাতনের ঘটনা মেনে নেয়া যায় না। আমরা ধর্ষন ও নারী নিপিড়ন কারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।