আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ তারাবুনিয়া-বালারহাট ৮১ মিটার ব্রীজের ভিত্তি স্থাপন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে জেলার ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মাল বাজার-বালার বাজার জিসি সড়কের পদ্মার শাখা নদীর উপর ৮১ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজ এর ভিত্তি প্রস্থর স্থাপন হবে ১৬ অক্টোবর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
রোববার ব্রীজের নির্মাণস্থল পরির্দশনে গিয়ে একথা জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন, দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যা, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জান মানিক সরদার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউনুস সরকার।
ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৮ কোটি ৩২ লক্ষ ৭৭ হাজার, ৫শত ১৫ টাকা ব্যয়ে এ ব্রিজের নির্মাণের জন্য ঠিকাদারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১৬ অক্টোবর তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম মহোদয় নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ব্রীজটি নির্মাণের জন্য সরকারী ভাবে সকল আনুষ্ঠানিকতা ইতি মধ্যেই সম্পন্ন হয়েছে। এখন আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হওয়া বাকী মাত্র। আগামী ১৬ অক্টোবর মাননীয় মন্ত্রী মহোদ্বয়ের হাত ধরে সে অপেক্ষার পালার ও সমাপ্তী ঘটবে ইনশাল্লাহ।