আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কর্নেল (অবঃ) শওকত আলীর অবস্থা আশংকাজনক

বর্ষিয়ান রাজনীতিক, সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য কর্নেল (অবঃ) শওকত আলীর অবস্থা আশংকাজনক। বর্তমানে তিনি সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডায়বেটিকস, উচ্চ রক্তচাপ, কিডনী, কার্ডিয়াক জটিলতা ও নিউমোনিয়ায় ভুগছেন। তবে তার করোনা নেগেটিভ। অবস্থা আশংকাজনক জানিয়ে পরিবারের পক্ষ হতে তার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

পরিবারের কাছ থেকে কর্নেল (অব:) শওকত আলীর খোজ খবর নিচ্ছেন পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

এদিকে বৃহস্পতিবার সকালে কর্নেল (অব:) শওকত আলী দেখতে সি এম এইচ হাসপাতালে যান শরীয়তপুর-২ আসনের বর্তমান সাংসদ পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এসময় তিনি কর্নেল (অব:) শওকত আলীর শয্যা পাশে দীর্ঘ সময় কাটান। চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে সার্বিক খোঁজ খবর নেন।