আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কর্নেল (অব:) শওকত আলীর মৃত্যুতে পানি সম্পদ উপমন্ত্রীর শোক

শরীয়তপুর-২ আসনের ৬বারের সাবেক সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শরীয়তপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সোমবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমমবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন।