আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার

আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার আর নেই। গত ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি কিডনিজনিত রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আবুল ফজল মাস্টার মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম নামাজের জানাজা ও তার সাবেক কর্মস্থল ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি কোয়ারপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজের পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সী, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এবিএম গিয়াস উদ্দিন পাহাড়, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল। জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান এর সঞ্চালনায় মরহুম আবুল ফজল মাস্টারের কনিষ্ঠ পুত্র আশিক তার পিতার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। এর পূর্বে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আবুল ফজল মাস্টারের মৃতদেহ শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন তাদের প্রিয় এই নেতাকে শেষবারের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও জেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মাদারীপুর মহকুমার ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক এই সাধারণ সম্পাদকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে গভীর শোক প্রকাশ করেছেন।