আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় বাজারে যাওয়ার পথে অটো রিক্সায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

রকি আহমেদ

শরীয়তপুর নড়িয়া উপজেলা ভুমখাড়া ইউনিয়ন নলতা গ্রামে বিউটি বেগম নামে এক গৃহবধু চাকধ থেকে নড়িয়া বাজারে যাওয়ার পথে অটোরিকশায় ওড়না পেচিয়ে পথে দুর্ঘটনায় মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬বছর।মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন।

ঘটনা সূত্রে জানা যায় ৯জুলাই সকাল ১০টায় কলুকাটি তার মায়ের সাথে চাকধ থেকে নড়িয়া বাজার যাওয়ার পথে রিক্সায় ওড়না পেচিয়ে পথে ছিটকে পড়ে ঘটনাস্থানে মৃত্যুবরণ করেন।
বিউটি বেগম কলুকাটি আবুল কালাম বেপারীর মেয়ে,নড়িয়া উপজেলা ভুমখাড়া ইউনিয়ন নলতা গ্রামের বাসিন্দা স্বামী ইউসুফ দর্জী ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির চাকরি করেন।

তিনি বলেন প্রতিনিয়ত রাস্তাঘাটে অটো রিক্সা, নসিমন, ট্রলি মাহিন্দ্র, বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় এ অবৈধ গাড়ি বন্ধ হওয়া দরকার। যাতে করে আর কোন জীবন কেড়ে নিতে না পারে।