আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে: বিএম মোজাম্মেল হক

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বিএম মোজাম্মেল হক বলেছেন, ওই পরাজিত শক্তি যাদেরকে আমরা বারবার পরাজিত করেছি, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে।

বুধবার, ১৬ আগস্ট দুপুর ১টায় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন। তাই এই নির্বাচনে পরাজিত শক্তিদের আবার পরাজিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, আওয়ামী লীগের সদস্য শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন, জাজিরা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন আকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির প্রমুখ।-desherkantha