
জেলায় ৬৮ হাজার ৯১৫ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে। সেখানে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল হাদি মোহাম্মদ শাহ পরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রক ডা. জাহিদুল ইসলাম, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার সহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা।
উল্লেখ্য, পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত কিশোরীদের (১০ থেকে ১৪ বছর বয়সী) টিকা দেওয়া হবে। টিকা নিতে প্রত্যেক কিশোরীকে জন্ম সনদসহ অনলাইনে নিবন্ধন করতে হবে।