আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শনিবার বাঘাইছড়ির সব ব্যাংকে সাধারণ ছুটি

পৌরসভা নির্বাচন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সব ব্যাংকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপার ভিশন বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ আদেশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।