আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে ৯২টি পূজা মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন

শরীয়তপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ৬টি উপজেলায় বিভিন্ন স্থানে ৯২টি পূজামণ্ডপ করা হয়েছে। ইতিমধ্যে এ সব পূজা মণ্ডপে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উদযাপন কমিটি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা হাতে নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সবকটি পূজা মণ্ডপ ঝুঁকিমুক্ত থাকার পরেও পর্যাপ্ত নিরাপত্তা দিতে দেড় হাজার পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে জেলায় মোট ৯২টি পূজা মণ্ডপ নির্মাণ করা হয়েছে। তার মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৩০টি, নড়িয়া উপজেলায় ২৯টি, জাজিরা উপজেলায় ৪টি, ভেদরগঞ্জ উপজেলায় ১৬টি, ডামুড্যা উপজেলায় ৬টি এবং গোসাইরহাট উপজেলায় ৭টি।

এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুকুল চন্দ্র রায়ের সাথে আলাপ কালে তিনি বলেন, ‘শরীয়তপুরে শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে প্রশাসন যে সব উদ্যোগ গ্রহণ করেছে তাতে আমরা আনন্দিত। আশা করছি জেলার সর্বস্তরের লোকজন এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে।’

পূজা মণ্ডপে নিরাপত্তার বিষয়ে শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা দিতে দেড় হাজার পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি কমিউনিটি পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরাও দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘যে কোনো নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট, র‌্যাব-পুলিশের টহল টিমসহ গোয়েন্দা পুলিশের নজরদারীতে থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন থেকেও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।’

সূত্রঃ প্রিয়.কম