
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের চলমান গণহত্যা বন্ধসহ বাংলাদেশে আশ্রিত শরণার্থীদের ফেরত নেওয়ার দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নড়িয়া উপজেলা চত্বরে কীর্তিনাশা থিয়েটার, ভোর হলো, উদীচী এবং আবু ইছহাক কঁচিকাচা আসরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সকল সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা পেশার মানুষ অংশ নেয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তউল্লাহ অঞ্চলের সমন্বয়কারী আহমেদ জুলহাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উদীচি নড়িয়া শাখার সাধারণ সম্পাদক সাইদুল হক মুন্না, নড়িয়া পৌরবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল শেখ, কীর্তিনাশা থিয়েটারের সাধারণ সম্পাদক সরোয়ার আলম বাচ্চু, সাংবাদিক মফিজুর রহমান রিপন, সাংবাদিক কবির উজ্জামান, সাংবাদিক ইব্রাহিম হোসাইন, সাংবাদিক আলমগীর হোসেন আলম, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক কর্মী আল আরাফ সুমন, মাহমুদুর রহমান হারিছ প্রমুখ।