আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে গোসাইরহাটের ফকির কান্দির রাস্তার পাশের থেকে ক্ষত‌বিক্ষত মরদেহটি উদ্ধার করে গোসাইরহাট থানা পু‌লিশ।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, সকালে রাস্তার পাশে এক‌টি লাশ দেখ‌তে পে‌য়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধারণা করা হ‌চ্ছে, রাতের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।