আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‌সাংবাদিক মহসিন রেজার শুভ বিবাহ

দৈনিক রুদ্রবার্তা, জাতীয় দৈনিক আনন্দবাজার, অনলাইন পোর্টাল অপরাধ বার্তা ও ঢাকা ক্রাইম এর জেলা প্রতিনিধি মহসিন রেজা রিপন শুক্রবার (২৯ সে‌প্টেম্বর) বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

চাঁদপুর জেলার বাবুর হাট আশিকাঠি গ্রামের মোঃ আবুল হোসেন মোল্লার জৌষ্ঠ কন্যা মোসাম্মৎ মৌসুমী আক্তারের সাথে শরীয়তপুর জেলার ধানুকা গ্রামের মরহুম হাসমত আলী হাওলাদারের কনিষ্ঠ পুত্র মোঃ মহসিন রেজা (রিপন) এর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।

বিবাহোত্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব ও অনলাইন পোর্টাল জাগো নিউজের জেলা প্রতিনিধি মো. ছগির হোসেন, দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন, জেলা ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি মাহবুব আলম তালুকদার, যুবদল নেতা মহিউদ্দিন বাদল, জেলা যুবদ‌লের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক রুহুল আমিন মু‌ন্সী, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের যুগ্ম আহবায়ক ও‌লিউল্লাহ খান, সদর উপ‌জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি মো. রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক জা‌কির হো‌সেন বেপারী, সদর উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারণ সম্পাদক সালাম মা‌ঝি, শরীয়তপুর পৌরসভা ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক রিংকু তালুকদার, শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারণ সম্পাদক মো. খ‌বির হো‌সেন সিকদার, সদর উপ‌জেলা ছাত্রদ‌লের সহসাধারণ সম্পাদক স্বপন বেপারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ।