
“আগামীর পথে-প্রবীণের সাথে” শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে শরীয়তপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
১ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টায় একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোঃ আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট।
এ সময় শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ বেপারী, ব্র্যাক প্রতিনিধি জিয়া উদ্দিন আহম্মেদ, জেলার প্রবীণ নারী ও পুরুষসহ সরকারী-বেসরকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, “আজকে আপনারা যারা নবীণ আছেন, সকলেই আপনাদের বৃদ্ধ পিতা মাতার প্রতি যত্নবান হবেন। তাদের সাথে পরামর্শ করে সকল কাজ কর্ম করবেন। কারণ তারাই হচ্ছেন আপনাদের প্রকৃত পরামর্শদাতা। একটি সময়ে আপনারা যখন প্রবীণ হবেন তখন আপনার সন্তানেরা আপনাদের কাছে বুদ্ধি পরামর্শ নিয়ে চলাফেরা করবে। আসুন আমরা প্রবীণদের প্রতি যত্নবান হই”।